ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে মানববন্ধন


টিভি টকশোতে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের সঙ্গে অপমানজনক ও শিষ্টাচার বর্হিভূত আচরণের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে শহরের স্টেশন রোডে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ের সামনে ‘মুক্তিযোদ্ধা-জনতা ঈশ্বরদী উপজেলা’- ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফাণ্টু।

এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ছাইফুল আলম বাবু মন্ডল, জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে চ্যানেল আই টিভিতে সরাসরি ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে উদ্দেশ্য করে কটুক্তিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচার বর্হিভূত আচরণস্বরূপ ‘থুতু’ নিক্ষেপ করেন একই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি প্রার্থী হাবিবুর রহমান। এই ঘটনার পর থেকে ঈশ্বরদীতে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সমাবেশ করে আসছেন।

এস এ /এডিবি