ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের স্টেশন সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধাদের আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

উপজেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পথ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, মো. রশিদুল্লাহ, আব্দুল খালেক, ফজলুর রহমান ফান্টু, হবিবুল ইসলাম, সিরাজ উদ্দিন বিশ্বাস, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান মিলন, নিহত মুক্তিযোদ্ধার মেয়ে অন্তরা রহমান, সানজানা রহমান প্রমুখ।

সমাবেশে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে প্রধান অতিথি নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, মুক্তিযোদ্ধার রক্ত কখনো বৃথা যাবে না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা রেহাই পাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছেন। আশাকরি তারা সফল হবেন।

তিনি বলেন, সেলিম হত্যার বিচার একদিন হবেই।

উল্লেখ্য, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ২০১৯ সালের ৬ ফেব্রুযারি রাতে তার নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে তানভির রহমান বাদী হয়ে পরদিন রাতে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে পিআইবি (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মামলাটি তদন্ত করছে।

জেএইচ/সিবি/এডিবি/