ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে মোবাইল ল্যাবে করোনা টেস্ট কার্যক্রম


পাবনার ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ ল্যাবে করোনাভাইরাস টেস্ট কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রূপপুর পারমাণবিক প্রকল্পে আবাসিক গ্রিণসিটির ৩ নম্বর গেটে স্থাপিত এ ল্যাবের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ল্যাব সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিএমএফআর একটি বিশ্বমানের বায়োসেফটি লেভেল-৩ সম্বলিত মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব। এটি করোনা টেস্টের রিপোর্ট দ্রুততম সময়ে প্রকাশ করার জন্যই দেশে দুটি অধিক ক্ষমতাসম্পন্ন কন্টেইনারে ল্যাব বসানো হয়েছে। যার একটি রূপপুর প্রকল্পের গ্রিণসিটি এলাকায়।

ডিএমএফআর মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান জানান, আমরা দেশের মানুষের করোনা পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার জন্যই মুলতঃ এ ব্যবস্থা করেছি।

তিনি জানান, মাত্র ৪ ঘন্টার মধ্যে ফলাফল দিতে সক্ষম এই ল্যাব।

ফাইজুর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা সারাদেশে দুটি ল্যাব তৈরি করেছি যার প্রথমটি অগ্রাধিকার ভিত্তিতে রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় সেবা দেওয়া ও দ্বিতীয়টি সরকারের স্বাস্থ্য বিভাগের পরামর্শে ঢাকার হাজি ক্যাম্পে স্থাপন করা হয়েছে। যার কার্যক্রম চলমান রয়েছে।

ডিএমএফআর মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবের স্থানীয় প্রতিনিধি ও ফেইথ ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এমদাদুল হক জানান, ডিএমএফআর একটি বিশ্বমানের বায়োসেফটি লেভেল-৩ সম্বলিত মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব। এখানে যেহেতু প্রচুর পরিমানে বিদেশি নাগরিক ও অনেক শ্রমিক কাজ করেন। অনেকেরই করোনা টেস্ট করতে হয়। তাদের রিপোর্ট পেতে দেরি হওয়াতে অসুবিধা হয়। এই অসুবিধা দুর করতেই এখানে ল্যাব বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, এখানে দুই ধরনের খরচ চালু আছে। যারা স্বাভাবিক করোনার টেস্ট করবেন তাদের ফি হলো ৩ হাজার টাকা, আর যারা বিদেশ ভ্রমণ করার জন্য টেস্ট করবেন তাদেও ফি ২ হাজার ৭০০ টাকা। যা সরকার কর্তৃক নির্ধারিত।

জে এইচ/ এস এ/এডিবি