ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে রেলওয়ের সেবা সপ্তাহ উদ্বোধন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে।

‘আমাদের সাধনা-সেবা, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা’ এ প্রতিপাদ্যে নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তর আনুষ্ঠানিকভাবে চারদিনের এই কর্মসূচির উদ্বোধন করেন রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাবনার ঈশ্বরদীর রেলওয়ে জংশন স্টেশনের ২নং প্লাটফর্মে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

এতে বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, সংকেত ও টেলিকম প্রকৌশলী রুবাইয়াৎ শরীফ প্রান্ত, বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন, প্রকৌশলী আশীষ কুমার মন্ডল, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান-উর-রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, রেলওয়ে শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল হাসান স্বপন, পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, বাংলাদেশ গার্ড কাউন্সিল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

ডিআরএম শাহীদুল ইসলাম বলেন, ‘শুধু সাতদিনের জন্য সেবা নয়, প্রতিটি মুহুর্ত, প্রতিদিন যাত্রীদের যথাযথভাবে সেবা প্রদান করে যেতে হবে।’

তিনি আরও বলেন, ট্রেনের সময়সূচি, প্লাটফর্ম, ওভারব্রিজের অবস্থা দেখভাল, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং দায়িত্বরত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে তা দ্রুত কার্যকর সমাধানে ব্যবস্থা নেওয়ার জন্য পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

শাহীদুল ইসলাম জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের আওতাধীন রাজশাহী, রাজবাড়ী, সান্তাহার, ফরিদপুরসহ গুরুত্বপূর্ণ নয়টি রেলওয়ে স্টেশনে রেল সেবাসপ্তাহ পালন করা হচ্ছে। রেলওয়ের স্টেশনগুলোতে মেডিকেল সেবাও প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেলওয়ে পাকশী বিভাগীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রেল পুলিশ কর্মকর্তাসহ শ্রমিক লীগ নেতারা উপস্থিত ছিলেন। আগামী ১০ ডিসেম্বর সেবা সপ্তাহ শেষ হবে।  

জেএইচ/ ওয়াই এ/এডিবি