ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


‘এসো মিলি প্রাণের টানে‘ এই শ্লোগানে এসএসসি-৮৮বিডি ঈশ্বরদীর উদ্যোগে পাবনার ঈশ্বরদীর অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১১টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত প্রায় ২০০ ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে বুকিং অফিস থেকে শুরু করে রেল জংশন স্টেশন ওভারব্রিজ, মালগুদাম এলাকা, রেলগেট বাসটার্মিনাল, আলহাজ্ব মোড়, দাশুড়িয়া গোলচত্তর, রূপপুরের নতুনহাট মোড়, রূপপুর মোড়সহ সড়কের আশপাশে অবস্থানরত শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসএসসি-৮৮বিডি ঈশ্বরদী উপজেলার আহ্বায়ক কৃষিবিদ আরিফ আহমেদ, অ্যাডমিন প্যানেলের সদস্য তারিকুজ্জামান পলাশ, রুহুল কুদ্দুস রুবেলের সার্বিক তত্ত্বাবধানে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সোহায়েল বিশ্বাস, সদস্য  রফিকুল ইসলাম রিপন, রফিকুল ইসলাম লিটন, রাহি, বাবুসহ সাংবাদিক ও সংগঠক আতাউর রহমান বাবলু, সাপ্তাহিক স্ব-কাল বাংলার প্রধান সম্পাদক সরাফত হোসেন মুন, রতন মহলদার প্রমূখ।

জে এইচ/এস এ /এডিবি