ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে সরকারী খাদ্যগুদামের ৫৮ টন চাল জব্দ


পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগরের একটি গুদাম থেকে নাটোরের সরকারি খাদ্যগুদামের ৫৮ টন চাল জব্দ করেছে  ঈশ্বরদী থানা পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ওই এলাকার ‘সীমা ট্রেডার্স এন্ড চাইল কল’-এর গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, নাটোর সদর ও নলডাঙা উপজেলার পুজামন্ডবের নামে বরাদ্দকৃত ৫৮ টন চাল ঈশ্বরদীর জয়নগরে সীমা ট্রের্ডাস এন্ড চাল কলের গুদামে রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার পুলিশ অভিযান চালায়। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে গুদাম থেকে পুলিশ ৫৮ টন চাল জব্দ করে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, তরিকুল দীর্ঘদিন থেকে সরকারি চাল ক্রয় করে গুদামে রেখে তা আবার নতুনভাবে প্যাকেজিং করে বেশি দামে বাজারে বিক্রি করে।

ঈশ্বরদী উপজেলা প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এই চাল আহার্য হিসেবে দেওয়া হয়। একসঙ্গে এত টাকার চাল একটি প্রতিষ্ঠান ক্রয় করতে পারে না। এই পরিমাণ চাল ক্রয় সম্পূর্ণ নীতিমালার বাইরে ও গুদামজাত সম্পূর্ণ অবৈধ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গুদামে রাখা সরকারি ৫৮ টন চাল জব্দ করা হয়। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। গুদামটি পুলিশ পাহারায় রাখা হয়েছে।

এস এ /ওআ