ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিলেন ইউএনও


পাবনার ঈশ্বরদীতে করোনাভাইরাস সংক্রমণ রোধে কর্মরত পেশাদার সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৯টার দিকে ইউএনও পিএম ইমরুল কায়েসের পক্ষ থেকে ঈশ্বরদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ঈশ্বরদী’ পত্রিকা কার্যালয়ে এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়।

স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।

দৈনিক ভোরের কাগজ ঈশ্বরদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের হাতে ইউএনও এসব সামগ্রী তুলে দেন।

এ সময় ইউএনও সরকারের পক্ষ থেকে ঈশ্বরদীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমস্যা ও সমস্যা উত্তরণের উপায় নিয়ে কথা বলেন। 

তিনি জানান, ঈশ্বরদীতে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা রয়েছে সরকারের। এসব উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হলে ঈশ্বরদী আধুনিক শহরে পরিণত হবে।

এ সময় দৈনিক অবজারভার প্রতিনিধি মাহাবুবুল হক দুদু, যায়যায়দিন প্রতিনিধি হাসানুজ্জামান, সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সমাচার প্রতিনিধি কাজী রকিব উদ্দীন, বাংলাদেশ পোস্ট প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, কালের কন্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, দেশ রুপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ খান, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী থেকে প্রকাশিত দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদী সম্পাদক দেব দুলাল রায়, সাংবাদিক রিয়াদ ইসলাম, দৈনিক জাগরণ প্রতিনিধি সোহানুর রহমান শুভ, মোস্তফিজুর রহমান লিটন, শহিদুল ইসলাম সহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেএইচ/এডিবি/