ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে আলোচনাসভা


‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে আনন্দর‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকালে পাবলিক হল মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও পিএম ইমরুল কায়েস।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উন্নয়ন মেলায় ৪৮টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে স্ব স্ব প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের নমুনা প্রদর্শন করা হয়।

যে এইচ/ এস এ /এডিবি/