ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য-৭১’এর আত্মপ্রকাশ


পাবনার ঈশ্বরদীতে অসহায় দরিদ্র ও পথশিশুদের একবেলা খাবার তুলে দেওয়ার মধ্যদিয়ে ‘তারুণ্য-৭১’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে খাবার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সোহানুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম, নাগরিক কমিটির সদস্য সচিব ও মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, বিনা পয়সার পাঠশালার শিক্ষক তাহেরুল ইসলাম, তারুণ্য ৭১-এর প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ সালেহীন বিশাল, সদস্য রিয়াদ ইসলাম, সাজিফ মাহমুদ প্রমুখ।

আলোচনা সভায় আসিফ সালেহীন বিশাল জানান, 'প্রথমদিন ২০০ জন অসহায়, খেটে খাওয়া মানুষ ও পথশিশুদের একবেলা খাবার দিয়ে ‘তারুণ্য ৭১’-এর যাত্রা শুরু হলো। ভালো কাজের জন্য দরকার ইচ্ছেশক্তি। ইচ্ছেটা দ্রুত কার্যকর করা। সাধ্য অনুযায়ি ইচ্ছের প্রতিফলনে কাজ করা। এখানে চিন্তা করার কোনো সুযোগ নেই।'

এস এ/এডিবি