ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার দাশুড়িয়ায় সুগার মিলের সামনে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, পাবনা শহরের রিতা ফটোস্ট্যাট দোকানের মালিক ও শহরের কুটিপাড়ার মৃত হাকিম শেখের ছেলে আব্দুর রউফ জোয়াদ্দার জাহাঙ্গীর (৫৮) এবং একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।

আহতরা হলেন - তাজ (৩০), রোহান (২৫) ও মাইক্রোবাস চালক মামুন (৩৫)। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, পাবনা থেকে ঈশ্বরদীর দাশুড়িয়া আসার পথে একটি লোবেট ট্রাক্টর (ভেকু বহনকারী) সুগার মিলের সামনে এসে বিকল হয়ে যায়। সেটি সচল করার জন্য সড়কের বামপাশে দাঁড় করিয়ে কাজ করা হচ্ছিলো। রাত ৯টার দিকে পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-০২০৪) পিছন থেকে লোবেট ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ পাঁচজন গুরুতর হয়।

পুলিশ ও স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও মনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকী আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা হাসপাতালো নেওয়া হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

লোবেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাক্টরের সঙ্গে থাকা দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

জেএইচ/এসএ/এডিবি