ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, আহত মেয়ে


পাবনার ঈশ্বরদীতে ইটবোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় শিবা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে সুমাইয়া খাতুন (৬)।

শনিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মসজিদ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর শিবা খাতুন কামালপুর গ্রামের রাইতুল প্রামাণিকের স্ত্রী।

এ দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ‘শনিবার দুপুর ১২টার দিকে কামালপুর গ্রামের রাইতুল প্রামাণিকের ছেলে সাকিব হাসান মটরসাইকেলে তার মা ও বোনকে নিয়ে ঈশ্বরদী শহরের দিকে যাচ্ছিলো। সাহাপুর মসজিদ মোড়ে নতুন হাটের কাছে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি সাকিবের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিবা ও সুমাইয়া।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শিবা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে আহত সুমাইয়া ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ দুর্ঘটনার বিষয়ে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জি এইচ/এমআইআর/এডিবি