ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ১১ জেলের জরিমানা, কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আনুমানিক তিন লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার সাঁড়াঘাট এলাকার পদ্মা নদীতে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, বিপণন মজুদ ও পরিবহণ নিষিদ্ধ করেছে সরকার। এই আইন অমান্য করে কিছু জেলে অবৈধ ক্যারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাঁড়াঘাটের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে ১১ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহার করা আনুমানিক ৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণ এবং মানবিক কারণে আটক ১১ জেলের জেল মওকুফ করে প্রতিজনের কাছ থেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয় এবং জব্দ করা কিছু ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচ/ ওয়াই এ/এডিবি