ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ১৫০ পরিবারের মাঝে চাউল বিতরণ


পাবনার ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে ১৫০টি অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। পৌরসভার অনুকুলে ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।

বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে চাউল বিতরণ করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।

এ সময় পৌরসভার মেয়র ইছাহাক আলি মালিথা, সচিব জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার সচিব জহুরুল ইসলাম জানান, ঈশ্বরদী পৌরসভার অনুকুলে ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাস পরিস্থিতিতে পৌরসভার ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ দেড়শ' দিনমজুর অসহায় দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে মোট তিন হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে।

জেএইচ/সিবি/এডিবি/