ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ


পাবনার ঈশ্বরদী উপজেলার পৌরসভা ও সাত ইউনিয়নের মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারি চত্বর ভবনের মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীজ ও সার বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে পৌর এলাকার ১০ জন, সাঁড়া ও সাহাপুর ইউনিয়নের ২০ জন, পাকশী, মুলাডুলি, দাশুড়িয়া ও সলিমপুর ইউনিয়নের ১০ জন করে এবং লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে রয়েছেন ২১০ জন। প্রতিজন কৃষককে দেওয়া হয় ৫ কেজি মাসকালাই বীজ, ১০ ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস।

এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার।

এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনাসভা সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, 'বর্তমান কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কৃষকদের কাজ সহজ করার জন্য কৃষিতে আধুনিক যন্ত্র ব্যবহারে সরকার যে ভূমিকা রেখে চলেছে আগামীতে কৃষকেরা ব্যাপক সুফল পাবে। বিনামূল্যে সার-বীজ নির্দিষ্ট সময়ের আগেই কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে সরকার ও কৃষি কর্মকর্তারা। এজন্য তিনি কৃষি কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের প্রশংসা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, ২০২১-২২ অর্থবছরে খরিফ-২ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঈশ্বরদীতে মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে উপজেলার পৌরসভা ও সাত ইউনিয়নের ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অন্যান্য ফসল উৎপাদনেও সার-বীজ বিতরণ অব্যাহত থাকবে। ঈশ্বরদী উপজেলায় এবার ৫৬০ হেক্টর জমিতে কৃষকেরা মাসকলাই চাষ করছেন।

তিনি আশা করেন লক্ষ্যমাত্রার চেয়ে এখানে এবার বেশি মাসকালাই উৎপাদন হবে।

জেএইচ/সিবি/এডিবি/