ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ৭৮৪ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক


পাবনার ঈশ্বরদীতে ৭৮৪ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১২।

আটক ওই মাদক ব্যবসায়ীর নাম মো. চান্দের আলী (২৪)। সে নাটোর জেলার লালপুর উপজেলার পাইপপাড়া গ্রামের মৃত দেছের র‌্যাব জানায়, উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর এলাকার মুনছুর ফিলিং স্টেশনের সামনে ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী ছান্দের আলীকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ৭৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, চান্দের আলী দীর্ঘদিন থেকে মাদকব্যবসার সঙ্গে জড়িত। নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় চান্দের আলীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। 

জেএইচ/এডিবি/