ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ‘হর-মুন্ড মালিনী’ উৎসব উদযাপন


পাবনার ঈশ্বরদী পৌর শ্মশানে শিব চতুর্দ্দশী ও শ্মশানের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দুইদিনের ‘হর-মুন্ড মালিনী’ উৎসব উদাযাপন করা হবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে শ্মশানের শিব মন্দিরে চার প্রহরব্যাপী ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ মার্চ) সকাল ১০টায় মৌবাড়ি দুর্গা মন্দির থেকে জল নিয়ে শুরু হয় বিশাল নগ্ন পদযাত্রা। পদযাত্রা শেষে শ্মশানে শিবলিঙ্গে বেলপাতাসহ জল ঢালেন হিন্দু সম্প্রদায়ের ভক্তরা। জল ঢালা শেষে ভক্তসেবার মাধ্যমে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাতে অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হবে মুন্ড-মালিনী শ্মশানকালী মায়ের পূজা।

পৌর শ্মশান আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

এ ছাড়া শ্মশানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শ্মশান পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জেএইচ/ ওয়াই এ/এডিবি