ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ‘হলতে পাখি সম্প্রসারণ-২০২০ বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ’ উদ্বোধন


পাবনার ঈশ্বরদীতে পাঁচ দিনব্যাপী ‘হলতে পাখি সম্প্রসারণ-২০২০, বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ’এর উদ্বোধন করেছেন ইউএনও পিএম ইমরুল কায়েস।

রবিবার (৮ নভেম্বর) সকালে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন রাজশাহী আঞ্চলিক শাখার আয়োজনে উপজেলা সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন স্থানীয় কমিশনার ও দাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মৃণাল কান্তি সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার ও গার্লস গাইড অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার কমিশনার আদু বালা শীল।

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা, নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে ঈশ্বরদী উপজেলার ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন নারী শিক্ষক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামী ১২ নভেম্বর এ প্রশিক্ষণ শেষ হবে।

জে এইচ/ এস এ/এডিবি