ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীর ইউএনও করোনা আক্রান্ত


করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ তিনজন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল বাতেন ও তার সহধর্মিনী ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক পারভীন সুলতানার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এফ এ আসমা খান জানান, বৃহস্পতিবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারা নিজ নিজ বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

যোগাযোগ করা হলে ইউএনও ইমরুল কায়েস বলেন, কয়েকদিন ধরে আমার জ্বর ছিলো। এ অবস্থায় করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন বলে জানান।

জেএইচ/এডিবি