ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীর পাকশী ইউপির সোয়া ২ কোটি টাকার বাজেট ঘোষণা


পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের জন্য দুই কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই বাজেট ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস। বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদ সচিব মিজানুর রহমান খোকন।

আর্থ সামাজিক ও ভৌত কাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়।

এ সময় চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, পাকশী অন্য ইউনিয়নগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এই ইউনিয়নেই রয়েছে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় কার্যালয়। এসব প্রকল্প, প্রতিষ্ঠান, কার্যালয় থাকায় পাকশী ইউনিয়ন গুরুত্ববহন করে। প্রায় ৫০ হাজার নারী-পুরুষ রূপপুর প্রকল্পে ও ইপিজেডে কাজ করছেন।

তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প ও ইপিজেডের বিভিন্ন কোম্পানির মালামাল নিয়ে প্রতিদিন শত শত ভারী যানবাহন পাকশীতে আসে। এতে পাকশীর সড়কগুলো নির্দিষ্ট সময়ের আগেই ভেঙে যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। পাকশীর কিছু কিছু এলাকায় মাটি ভরাটের কারণে দিয়াড় বাঘইল ও পাকশী ইপিজেড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই বাজেটে জলাবদ্ধতা দূরীকরণে ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান টোকন সরদার, পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পাকশী ইউপি সদস্য তাইজুল ইসলাম, রিয়াজুল ইসলাম জুয়েল ফকির, শিক্ষক-সাংবাদিক আমিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুলতান আলী মন্ডল, শ্রমিক লীগ নেতা ইকবাল হায়দার, সহকারী প্রকৌশলী সূর্য চৌধুরী, আবু তারেকসহ সাংবাদিক, সুধীজনেরা উপস্থিত ছিলেন।

জেএইচ/সিবি/এডিবি/