ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীর ৬০০ কৃষককের মাঝে বীজ ধান ও সার বিতরণ


পাবনার ঈশ্বরদীর সাত ইউনিয়নের ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুন) ১১টায় ঈশ্বরদী উপজেলা নার্সারি চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষকদের মাঝে এই উপহারসামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।

এই ৬০০ কৃষকের মধ্যে পৌরসভা এলাকার ১১০ জন, সাঁড়ার ২০ জন, পাকশীর ৩০ জন, মুলাডুলির ২৫০ জন, দাশুড়িয়ার ১২০ জন, সলিমপুরের ১০ জন, সাহাপুরের ১০ জন ও লক্ষীকুন্ডা ইউনিয়নের ৫০ জন কৃষক রয়েছেন।

উপজেলা কৃষি কার্যালয় সুত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ এর ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার উপজেলার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এদের প্রত্যেককে রোপা ধানের ২ কেজি হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এনওপি সার ও ৫ কেজি করে রোপা উফশী ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এনওপি সার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিতা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, মাহমুদুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান প্রমূখ।

জেএইচ/সিবি/এডিবি/