ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫০ বাস শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান


কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫০ জন যাত্রীবাহী বাস শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের রেলগেট এলাকায় খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাসটার্মিনালে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ঈশ্বরদীর পৌর মেয়র ইছাক আলী মালিথা ও ইউএনও পিএম ইমরুল কায়েস। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মোটর শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন  গণমাধ্যম কর্মীরা।

প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলাম আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় কঠোর লকডাউনে বেকার হয়ে পড়া ঈশ্বরদীর ১৫০ জন যাত্রীবাহী বাস শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হয়। 

তিনি জানান, ১৫০ জন শ্রমিকের প্রত্যেককে ১ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবন ও ২ কেজি করে আলু দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জে এইচ/ এস এ/ওআ