ন্যাভিগেশন মেনু

উইঘুরে নির্যাতনের প্রতিবাদ মুসলিম অধিকার সংরক্ষণ পরিষদের


উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে 'মুসলিম অধিকার সংরক্ষণ পরিষদ'। পোস্টার ও লিফলেটের মাধ্যমে চিন সরকারের নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে পরিষদ।

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের সামনে প্রতিবাদ ও ১৪ দফা দাবি সম্বলিত পোস্টার এবং লিফলেট দেখা যায়। রমনা পার্কের পাশের এই মসজিদটি তাবলীগ জামাতের মারকায বা প্রধান দপ্তর।

লিফলেট ও পোস্টারগুলোতে উইঘুরে চিন সরকারের নির্যাতনের প্রতিবাদে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বানসহ ১৪ দফা দাবি জানানো হয়েছে।

চিনের জিনজিয়াং প্রদেশের মুসলিম অধ্যুষিত উইঘুরের প্রায় ১০ লাখ নারী-পুরুষকে বন্দি করেছে দেশটির সরকার।

এস এস