NAVIGATION MENU

উইঘুরে মুসলিম গণহত্যার দায়ে চিনের বিচার দাবি ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র


চিনের উইঘুর এলাকায় মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সচিত্র প্রদর্শনীর আযোজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: আল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, আজ সমগ্র পৃথিবী একটি পরিবার। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক দেশের নৈতিক দায়িত্ব।কিন্তু চিন সেখানে সংখ্যালঘু মুসলিমদের ব্যাপক নির্যাতন চালাচ্ছে।

চিনের শিংজিয়াং প্রদেশে বসবাসরত এক কোটি ২৬ লাখ মুসলমানের ওপর চিন সরকার অমানবিক নির্যাতন চালাচ্ছে। মুসলিম নারীদের জোর করে করে গর্ভপাত, জোর করে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ানো, ধর্মান্তরিত করা, ধর্ষনসহ নানা ধরণের অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।

চিনের জিনজিয়াং প্রদেশের মুসলিমরা ২৮ আগস্টকে উইঘুর গণহত্যা দিবস দিবস হিসেবে পালন করে থাকে। চিনের জনসংখ্যার ১ থেকে ২ শতাংশ মুসলিম। ফ্রিডম ওয়াচের মতে, চিন হচ্ছে পৃথিবীর অন্যতম ধর্মীয় নিপীড়ক দেশ।

চিনের জিনজিয়াং প্রদেশে সম্প্রতি মসজিদ ভেঙ্গে টয়লেট বানানো হয়েছে। ১০ লাখের মতো উইঘুর মুসলিমকে শিনজিয়াং-এর কয়েকটি শিবিরে বন্দি করে রাখা হয়েছে।

শুক্রবার মুক্তিযুদ্ধ মঞ্চ’র সমাবেশ থেকে উইঘুরে হত্যা, নির্যাতন বন্ধসহ তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবি জানানো হয়।

একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতে উইঘুরে মুসলিম গণহত্যার জন্য চিনের বিচার দাবি জানানো হয়।

এস এস