ন্যাভিগেশন মেনু

উইন্ডোজ ১০ মোবাইলে অফিশিয়াল সাপোর্ট বন্ধ


উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চালিত মোবাইলে অফিশিয়াল সাপোর্ট বন্ধ করেছে মাইক্রোসফট। এখন থেকে মোবাইলে ব্যবহৃত উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আর কোনো আপডেট পাঠাবে না তারা।

১০ ডিসেম্বরের পর থেকে যে মাইক্রোসফট আর কোনো আপডেট পাঠানো হবে না সে ঘোষণা আগেই দিয়েছিল মাইক্রোসফট।

সাপোর্ট বন্ধ করা বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করতে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য একটি এফএাকিউ পেজ খুলেছে মাইক্রোসফট। সেখান থেকে এ বিষয়ে নানা তথ্য জেনে নিতে পারছেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা।

এদিকে ২০২১ সালের ১২ জানুয়ারি থেকে উইন্ডোজ ১০ এ ব্যবহৃত অফিস অ্যাপগুলোর জন্য সিকিউরিটি আপডেট পাঠানো বন্ধ করবে মাইক্রোসফট। অফিস অ্যাপের মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ওয়ান নোট।

তবে আশার কথা হচ্ছে আপাতত উইন্ডোজ ১০ এর মোবাইল অ্যাপ স্টোর বন্ধ হচ্ছে না। তবে অফিস অ্যাপের সাপোর্ট বন্ধ করে দেওয়ার পর ১০ এর মোবাইল অ্যাপ স্টোরও বন্ধ করতে পারে মাইক্রোসফট।

এমআইআর / এস এস