NAVIGATION MENU

উইসকনসিনে পুনঃগণনার দাবি ট্রাম্পের


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় দাবি করে উইসকনসিন রাজ্যের ভোট পুনরায় গণনা করার দাবি জানানো হয়েছে ট্রাম্প শিবির থেকে।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজে সরাসরি এখনও এ দাবি না জানালেও নির্বাচনী প্রচারণায় তার ম্যানেজার হিসেবে নিযুক্ত বিল স্টিপেন ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এ দাবি জানাবেন বলে জানিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) শুরু থেকেই ব্যাটলগ্রাউন্ড স্টেট বলে পরিচিত উইসকনসিন এ এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

রাজ্যটিতে ভোট গণনার এখনও প্রায় ৫ শতাংশ বেশি এবং আনুষ্ঠানিক কোনো ফলাফল এখনও রাজ্যটির পক্ষ থেকে করা হয়নি। তবুও এখন পর্যন্ত ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। আর ট্রাম্পের দখলে আছে ৪৮ দশমিক ৯ শতাংশ ভোট। রাজ্যটিতে সর্বশেষ যিনি বিজয়ী হবেন তার খাতায় যোগ হবে ১০টি ইলেকটোরাল ভোট।

সিবি/ওআ