ন্যাভিগেশন মেনু

উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত


কক্সবাজারে উখিয়ার পালংখালী এলাকায় এক শরণার্থী ক্যাম্পে দূর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নিহত এবং দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।

নিহত ব্যাক্তি - মোহাম্মদ জাবেদ (২০) উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসপি তারিকুল বলেন, সোমবার মধ্যরাতে পালংখালীর তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ জাবেদসহ আরও কয়েকজন স্বেচ্ছাসেবক হিসেবে পাহারার দায়িত্ব পালন করছিলো। এক পর্যায়ে রাত আড়াইটায় ১০/১২ জন অজ্ঞাত লোকের একটি দল ক্যাম্পের ভেতর দিয়ে অন্য ক্যাম্পে যাচ্ছিলো। এ সময় পাহারার দায়িত্বরতরা এসব লোককে গতিরোধ করে তাদের যাতায়াতের কারণ জানতে চান। এ নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অজ্ঞাতদের ছোড়া গুলিতে মোহাম্মদ জাবেদসহ ৩ জন আহত হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

এপিবিএন অধিনায়ক বলেন, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জাবেদকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন সদস্যরা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

এপিবিএন অধিনায়ক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এস এ/এডিবি