NAVIGATION MENU

উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক


কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ মোঃ মিজান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালংয়ের বাইল্যাখালি এলাকায় মাদক কারবারিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার সাথে বস্তা তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মিজান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা বনি আমিনের ছেলে।

মিজানের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের এই কর্মকর্তা।

এডিবি/