ন্যাভিগেশন মেনু

উত্তরপ্রদেশে ১৮ বছরের ঊর্ধ্বেই মিলবে বিনামূল্যে টিকা


ভারতে আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে কোভিড টিকা  দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। এবার উত্তরপ্রদেশের

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, তাঁর রাজ্যে সকলকে বিনামূল্যেই টিকা দেওয়া হবে।

তাঁর নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন এই খবর জানিয়ে টুইট করেন যোগী আদিত্যনাথ। শেষে তিনি লেখেন, ‘‘করোনা হারবে, ভারত জিতবে।’’

ইতিমধ্যেই করোনাকে রুখতে সপ্তাহান্তে লকডাউনের মতো পদক্ষেপ করেছে যোগী সরকার। শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে রোজই নাইট কারফিউ তো আছেই।

মঙ্গলবার রাতে যোগী সরকারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্ক বাসিন্দাকেই বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টি ঠিক হয়। ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে কোভিড টিকা দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় সেই বৈঠকে।

মন্ত্রিসভার তরফে এপ্রসঙ্গে জানানো হয়েছে, ‘‘প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কোভিডের মোকাবিলা করতে সাহায্য করবে। বিপুল পরিমাণে টিকাকরণ হলে তা করোনা ভাইরাসকে হারানোর কাজে আসবে।

প্রসঙ্গত, কেবল উত্তরপ্রদেশই নয়, একই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকারও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে সকলকে জানিয়েছেন, অসমের ১৮ থেকে ৪৫ বছরের সব বাসিন্দাকে করোনা টিকা দেওয়া হবে।

করোনার বিরুদ্ধে লড়াই যে ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, তা ফের প্রমাণিত স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টার হিসেব বলছে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের দিকে এগিয়ে গিয়েছে। মঙ্গলবার দেশে ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহারও।

এই ভয়াবহ পরিস্থিতিতে গত সোমবারই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, এপ্রিল শেষ হলেই দেশের ১৮ বছরের বেশি সমস্ত নাগরিকই টিকা নিতে পারবেন। এই মুহূর্তে অনূর্ধ্ব ৪৫ বছরের দেশবাসীকে টিকা দেওয়া হচ্ছে।

এস এস