ন্যাভিগেশন মেনু

সুরঙ্গ পথ খুঁজতে পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় জওয়ানরা


সীমান্তে অস্থিরতা সৃষ্টি ও জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের সুরঙ্গ পথ খুঁজে বের করতে আবার পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করলো ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার এই তথ্য  দিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

সরকারের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, নগরোটায় জঙ্গিদের ব্যবহৃত সুড়ঙ্গের উৎসমুখ সন্ধানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে পড়ে ভারতীয় জওয়ানরা।

গত ২২ নভেম্বর জম্মু-শ্রীনগর হাইওয়ের কাছে নগরোটায় সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় ৪ জৈশ ই মহম্মদ জঙ্গি।

তাদের কাছ থেকে পাওয়া যায় ১১টি একে ৪৭ রাইফেল, ৩টি পিস্তল, ৩৫টি গ্রেনেড-সহ বিপুল অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম। জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া ফোনের সূত্র ধরেই হদিশ পাওয়া যায় ওই সুড়ঙ্গের।

সরকারি ওই আধিকারিক দাবি করেছেন, নিহত হওয়া জঙ্গিরা যে সুড়ঙ্গ পথে ভারতে অনুপ্রবেশ করেছিল তার উৎস খুঁজতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের প্রায় ২০০ মিটার ভিতরে ঢুকে পড়েন ভারতীয় জওয়ানরা।

সেনাকর্তাদের মতে, ওই সুড়ঙ্গ পথেই পাকিস্তান থেকে ভারতে ঢুকে নাশকতা চালানোর ছক ছিল নিহত জইশ জঙ্গিদের। জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন চলছে। তা বানচাল করতেই বড়সড় ছক কষেছিল জঙ্গিরা।

সেই লক্ষ্যেই তারা ভারতে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্তের কাছে সাম্বা সেক্টরে ওই সুড়ঙ্গটি ছিল দ্বিতীয়। এর আগে গালার এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে প্রথম সুড়ঙ্গটি আবিষ্কার করেন নিরাপত্তারক্ষীরা।

এস এস