NAVIGATION MENU

উরুগুয়ে ফুটবল দলের ১৬ সদস্য করোনা আক্রান্ত


করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন উরুগুয়ের ফুটবল দলের ১৬ সদস্য। এই আক্রান্তের তালিকায় রয়েছে তারকা ডিফেন্ডার ডিয়েগো গডিনও।

চলতি সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা হয়নি বার্সেলোনার সাবেক তারকা সুয়ারেজের। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় তিতের শিষ্যরা।

উরুগুয়ের স্বাস্থ্যমন্ত্রী ড্যানিয়েল সালিনাস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে।’

এমআইআর/এডিবি