ন্যাভিগেশন মেনু

উল্লাপাড়ায় ককটেলসহ ৬ জঙ্গি আটক


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি ছাত্রাবাস থেকে ককটেলসহ ৬ জঙ্গিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি ককটেল, বিপুল পরিমাণ জিহাদি বই ও পোস্টার উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার ঝিকরা তুশি তারেক ছাত্রবাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো - উল্লাপাড়া উপজেলা বাকুয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আতাউর রহমান (৫৪), ধামাইকান্দি রশিপাড়া গ্রামের মৃত রহিস উদ্দিন সরকারের ছেলে মাসুম হাসান (২৫), ঘাটিনা গ্রামের লতিফের ছেলে মনিরুল ইসলাম (২০), গয়হাট্ট গ্রামের আলতাব হোসেনের ছেলে হাসান (২৮), বজ্রাপুর গ্রামের ছরোয়ার হোসেনের ছেলে মনিরুল (৪০) ও সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার ছোবহান শেখের ছেলে রায়হান আলী (৩০)।

শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, ঈদুল আযহায় নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিকরার ওই ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৬ জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল, বিপুল পরিমাণ পোস্টার ও জিহাদি বই উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাবাদে আটককৃতরা ঈদে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে।

এডিবি/