ন্যাভিগেশন মেনু

উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক দম্পতিসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে উল্লাপাড়া পুলিশ। এ সময় বেশ কয়েকটি জিহাদি বই জব্দ করা হয়।

সোমবার (৩ মে) গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদেরকে আটক করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেনে।

আটককৃতরা হলো- পৌরসভার ঝিকিড়া মহল্লার হাজী আবুল হোসেন সরকারের ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫), তার স্ত্রী এলিজা পারভীন (৩০), পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. শায়েক মাহমুদ (২৭), রামকান্তপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), বেতকান্দি গ্রামের মাজেদ আলী ফকিরের ছেলে শাহিন দুলাল (৪৬), কয়ড়া কৃষ্ণপুর গ্রামের গাজীউল রহমানের ছেলে রায়হান আলী (৪২), সলঙ্গা থানার পুস্তিগাছা গ্রামের মৃত আবু তাহেরর ছেলে আফসার আলী (৪৭) ও শাহজাদপুর থানার মৃত রইচ উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৩৭)। তারা উল্লাপাড়া উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলেন।

ওসি বলেন, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় বেশ কয়েকটি জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সিবি/এডিবি/