ন্যাভিগেশন মেনু

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের ৩ বিলের গেজেট প্রকাশ


পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মতি দেওয়ার পর তিনটি বিল গেজেট আকারে প্রকাশ হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) সংসদে পাস হওয়া ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতি সোমবার (২৫ জানুয়ারি) সম্মতি দেন বলে সংসদ সচিবালয় সুত্র জানিয়েছে।

কোনও বিল সংসদে পাস হওয়ার পর তা সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি দিলে তা আইন আকারে গেজেট হিসেবে প্রকাশিত হয়।

এখন সরকার চাইলে যেকোনও সময় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করতে পারেন।

পাস হওয়া আইনে ২০২০ সালের এইচএসসির পাশাপাশি ভবিষ্যতে যেকোনও সময় মহামারি, অতিমারি ও দৈব দূর্বিপাকের কারনে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা যাবে।

২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমান পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এডিবি/