ন্যাভিগেশন মেনু

এএসপি শিপন হত্যাকারীদের শাস্তির দাবি জাবি শিক্ষার্থীদের


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। একইসঙ্গে অনিবন্ধিত হাসপাতাল এবং ক্লিনিকগুলোর প্রতি সরকারের আরো কঠোর নজরদারি বাড়ানোরও তাগিদ দেন তারা।

আধঘন্টার মানববন্ধনে শিক্ষক এবং শিক্ষার্থীরাও অংশ নেন।  এ সময় তারা অভিযোগ করেন, চিকিৎসার নামে শিপনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত হাসপাতালটির প্রত্যেক সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

সিবি/এডিবি