ন্যাভিগেশন মেনু

একচীন নীতি পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে হেনরি কিসিঞ্জারের সতর্কবার্তা


যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তাইওয়ান নিয়ে ঘাঁটাঘাটিতে ‘সতর্ক’ হতে বাইডেন প্রশাসনে প্রতি আহ্বান জানিয়েছেন।

তাইওয়ানে মার্কিন আইনপ্রণেতাদের দুটি সাম্প্রতিক সফরের প্রতিক্রিয়ায় একচীন নীতির প্রশ্নে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলে বেইজিং। ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে কিসিঞ্জার এ বিষয়টিতে নিজ দেশের প্রশাসনকে সতর্ক করলেন। 

সাক্ষাৎকারে কিসিঞ্জার বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতির মধ্যে সম্ভাব্য সংকটের আশঙ্কায়  উদ্বেগ প্রকাশ করেন। এ পরিস্থিতি এড়াতে ৯৯ বছর বয়সী কিসিঞ্জার ওয়াশিংটনের দীর্ঘ দিনের চীনের তাওয়ান অঞ্চল নীতি মেনে চলতে পরামর্শ দেন। এর মাধ্যমে গত ৫০ বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি বজায় রয়েছ বলেও মন্তব্য করেন হেনরি কিসিঞ্জার। (সূত্র: সিএমজি)