ন্যাভিগেশন মেনু

একেই বলে প্রেম!


কথায় আছে অভাব যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কিন্তু এই প্রেম যেনো অভাবকেও হার মানিয়ে দিলো।

স্ত্রীর বায়না মেটাতে স্বামী দুলাল চন্দ্র জমি বিক্রি করে সাড়ে ১৬ লাখ টাকায় সিলেটের মৌলভীবাজার থেকে হাতি কিনে উপহার দিলেন প্রিয়তমা স্ত্রী তুলসী রানী দাসকে।

দুলাল চন্দ্র রায়ের বাড়ি  লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রথিধর দেউতি গ্রামে। তিনি এই গ্রামের মৃত বরেন্দ্র নাথের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

তুলসী রানী জানান, প্রায় এক মাস আগে স্বপ্নে দেবতা মহাদেব ও বিশ্বকর্মা তাকে নির্দেশ দিয়েছেন একটি হাতি ক্রয় করে তার যত্ন নিতে। তাই স্বামীর কাছে একটি হাতি কিনে দেওয়ার বায়না করেন তিনি। এর পর স্বামী তাকে একটি হাতি কিনে দিয়েছেন। দেবতা যতোদিন বাড়িতে হাতি রাখতে বলবেন, ততোদিনই হাতি বাড়িতে থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে স্বামী দুলাল চন্দ্র রায় জানান, স্ত্রী স্বপ্নে দেখেছেন দেবতা হাতি ক্রয় করে যত্ন নিতে বলেছেন। তাই স্ত্রীর সেই স্বপ্ন পূরণে জমি বিক্রি করে সাড়ে ১৬ লাখ টাকায় হাতি ক্রয় করেছেন। মূলত স্ত্রীকে খুশি করতেই এই হাতি ক্রয় করেছেন তিনি।

উল্লেখ্য, কয়েক বছর আগে ওই দৈব নির্দেশ পালনে প্রথমে একটি ঘোড়া, রাজহাঁস ও ছাগল কিনে তাদের পরিচর্যা করেছেন তুলসী রানী দাস।

এস এ /এডিবি