ন্যাভিগেশন মেনু

এক চল্লিশে পা রাখলেন হাবিব


দেশের গানের নতুন ধারার প্রবর্তক, জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের জন্মদিন আজ। ১৯৭৯ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবার, প্রিয় মানুষ আর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় তিনি আজ সিক্ত হচ্ছেন।

বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সংগীতের বরপুত্রখ্যাত হাবিব ওয়াহিদ।

হাবিব হয়ে উঠেছেন নতুন প্রজন্মের কাছে মিউজিক আইকন। তার জনপ্রিয়তা তরুণ প্রজন্মের কাছেই বেশি। ভিন্ন ধারার কথা ও সুরের গান নিয়ে তিনি রাতারাতি জনপ্রিয়তা পেয়ে বদলে দিয়েছিলেন হতাশ গানের মানুষদের ভাবনা।

২০০৩ সালে প্রকাশিত ‘কৃষ্ণ’ অ্যালবামের মাধ্যমে আলোচনায় আসেন হাবিব। বিংশ শতাব্দীতে শ্রোতাপ্রিয়তা হারিয়ে গানের বাজার যখন ধুঁকছিলো সেই সময়ে ২০০৪ সালের দিকে ‘মায়া’ অ্যালবামের মাধ্যমে নতুন আশার সঞ্চার ঘটায় হাবিব। যার মেধার স্পর্শে নতুন করে জেগে উঠলো এ দেশের সংগীত।

২০০৫ সালে ‘ময়না গো’ শিরোনামের অ্যালবামটি দুটিও দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। সে দুই বছর অ্যালবাম দুটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছিল। এরপর একে একে হাবিবের বেশকিছু অ্যালবাম প্রকাশ পায়। এর মধ্যে - ‘শোন’, ‘বলছি তোমাকে’, ‘আহ্বান’, ‘স্বাধীন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

অডিও-প্লেব্যাক মিলিয়ে হাবিবের কণ্ঠে অধিক জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- ‘দ্বিধা’, ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’, ‘দিন গেলো তোমারো পথ চাহিয়া’, ‘চন্দ্র গ্রহণ’, ‘এক মুঠো ভালোবাসা’, ‘হাওয়ায় হাওয়ায়’, ‘কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু’ প্রভৃতি উল্লেখযোগ্য।

অডিও গানের পাশাপাশি হাবিব বিজ্ঞাপনের জিঙ্গেলেও অঘোষিত সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার বেশ কিছু চলচ্চিত্রের গান জনপ্রিয়তা পেয়েছে ‘হৃদয়ের কথা’ ছবির ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে’ গানটির মাধ্যমে। এই গান পৌঁছে গিয়েছিলো সারা বাংলার আনাচে কানাচে।

হাবিবের আরেক পরিচয় তিনি প্রখ্যাত ফোক শিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে। তিনিও আলিম ওয়াহিদ নামে এক সন্তানের জনক। তার বয়স এখন আট।

ওয়াই এ/এডিবি