NAVIGATION MENU

এক টুকরো কালো কাপড়ে ভাইরাল জ্যাকলিন


শুটিংয়ের ফাঁকেই নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন  ফার্নান্ডেজ। ‘ভূত পুলিশ’ শিরোনামের নতুন একটি ছবির শুটিংয়ে বর্তমানে হিমাচল প্রদেশে জ্যাকুলিন। শুটিংয়ের মাঝে এবার নতুন ছবি শেয়ার করলেন জ্যাকুলিন।

ছবিতে তার শরীরে শুধু এক টুকরো কালো কাপড় জড়ানো ছিল। লঙ্কান বিউটির নতুন ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্তরা । পাশাপাশি ঊর্বশী রাউতেলা-সহ বলিউডের বিভিন্ন সেলেবরাও জ্যাকুলিনের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন।

এদিকে ভারতে লকডাউনের শুরুতে সালমান খানের সঙ্গে তার পানভেলের বাগান বাড়িতে হাজির হন অভিনেত্রী। সালমান খানের বাগান বাড়িতে গিয়ে সেখান মিউজিক ভিডিওর শুট করেন জ্যাকুলিন।

লকডাউন যখন প্রাথমিক পর্যায়ে উঠতে শুরু করে, সেই সময় মুম্বইতে ফিরে আসেন। মুম্বইতে ফেরার কয়েকদিন পর থেকেই ‘ভূত পুলিশ’ এর শুটিংয়ের জন্য নিজেকে তৈরি করতে শুরু করেন বলিউডের এই অভিনেত্রী।

ওআ/