ন্যাভিগেশন মেনু

এগারো সিন্দুর ট্রেনে কাটাপড়ে কণ্ঠশিল্পীর মৃত্যু


কিশোরগঞ্জে এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে কন্ঠশিল্পী আনতারা মোকারমার মৃত্যু হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আনতারা কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার মোকাম্মেল হকের মেয়ে। চলতি বছর তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ট্রেন এগারো সিন্দুর এক্সপ্রেসে মা ও খালাসহ  ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে রওনা হন আনতারা। স্টেশনে পৌঁছতেই দেখে ট্রেন ছেড়ে দিয়েছে। এ সময় চলন্ত এগারো সিন্দুর প্রভাতী ট্রেনে তাড়াহুড়া করে ওঠার সময় পা পিছলে আনতারা ট্রেনের নিচে পড়ে গিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেয়।

পড়ালেখার পাশাপাশি আনতারা সঙ্গীত চর্চাও করতেন। কণ্ঠশিল্পী হিসেবে তিনি কিশোরগঞ্জ শহরের পরিচিত মুখ। তিনি কিশোরগঞ্জের ভোরের আলো সাহিত্য আসরের একজন সদস্য ছিলেন।

ওয়াই এ/এডিবি