ন্যাভিগেশন মেনু

এফ-কমার্সের সঙ্গে নতুন ৪ লাখ উদ্যোক্তা যুক্ত: পলক


এফ-কমার্সের সঙ্গে অন্তত ৪ লাখ নতুন উদ্যোক্তা যুক্ত আছেন বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক।

রবিবার (১১ এপ্রিল) ভার্চুয়াল আয়োজনে উক্ত পলিসি কনফারেন্স আয়োজন করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ এর প্রথম সেশনে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এফ-কমার্সের ক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। অন্তত ৪ লাখ নতুন উদ্যোক্তা এফ-কমার্সের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এবং স্টার্টআপ বিজনেসের সাথে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘অনলাইন ইনফ্রাস্ট্রাকচারে রেগুলেশনের সাথে ডিরেগুলেশনের ব্যাপারটিও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যাতে করে নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হতে পারে। গ্লোবাল ই-কমার্সের প্ল্যাটফর্মে ১৬টি ডমিনো ইফেক্ট ইস্যুকে লক্ষ্য রেখে সমাধান খুঁজে বের করতে হবে। এভাবেই বাংলাদেশ গ্লোবালি তার অবস্থান শক্ত করতে সমর্থ হবে।’

এমআইআর/এডিবি/