NAVIGATION MENU

এবারও আইপিএলের বাকি ম্যাচ সেপ্টেম্বরেই আরব আমিরশাহীতে


অবশেষে জল্পনাই সত্যি হল। করোনা আবহে  স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলি আর ভারতে নয়, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। সংবাদসংস্থা এএনআইকে জানিয়ে দিলেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্ল।

গত বছর করোনার কারণে সংযুক্ত আরব আমিরশাহীতেই আয়োজিত হয়েছিল গোটা আইপিএল টুর্নামেন্টটি। কিন্তু পরবর্তীতে দেশের করোনা পরিস্থিতি তুলনামূলক ভাল হওয়ায় চলতি বছরের আইপিএল শুরু হয়েছিল ভারতে।

তবে হঠাৎ করেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে দেশে। জৈব সুরক্ষা বলয়ে থাকলেও আক্রান্ত হতে থাকেন ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা। শেষপর্যন্ত মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএল। তবে বোর্ড প্রথম থেকেই টুর্নামেন্টটি পুনরায় শুরু করার চেষ্টা করেছিল। তখনই ভেসে উঠেছিল আমিরশাহীর নাম। আর শনিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় তাতেই শিলমোহর পড়ল। সংবাদসংস্থা এএনআইকে রাজীব শুক্ল জানিয়ে দেন, এবারের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে।

বোর্ড সূত্রে খবর, এমিরেটস ক্রিকেট বোর্ড বা ইসিবি-র সঙ্গে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চালাচ্ছিল বিসিসিআই। সেপ্টেম্বর-অক্টোবরে ২৫ দিনের উইন্ডোতেই বাকি টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড।টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। ইতিমধ্যে ইসিবিও টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে।

আপাতত বিসিসিআই বিদেশি ক্রিকেট বোর্ডদের সঙ্গে এই বিষয়ে কথা বলবে। দেখা হবে, কতজন বিদেশি ক্রিকেটারকে টুর্নামেন্টের জন্য পাওয়া যাবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পাওয়া গেলেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেটারদের আইপিএলের জন্য নাও পাওয়া যেতে পারে। সেই ব্যাপারটিই দেখবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড। তবে টুর্নামেন্ট সেপ্টেম্বর-অক্টোবরেই সংযুক্ত আরব আমিরশাহীতেই আয়োজন করা হবে।চ

এস এস