ন্যাভিগেশন মেনু

এবার করোনা আক্রান্ত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ


করোনাভইরাস আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ কার্লোস বিলার্দো। তার কোচিংয়েই ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা।

বিলার্দোর পারিবারিক এক সূত্রের বরাত দিয়ে আন্তর্জতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ‘তাকে পরীক্ষা করানো হয়েছে এবং তিনি করোনা পজিটিভ হয়েছেন। যদিও তার মাঝে কোনো উপসর্গ দেখা যায়নি ও তিনি ভালো আছে।’

প্রসঙ্গত, কার্লোস বিলার্দো ১৯৮৩ থেকে ১৯৯০ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। এছাড়া খেলোয়াড়ি সময়ে তিনি এস্তুদিয়ান্তেসের হয়ে ১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত তিনটি কোপা লিবার্তোদোরেস শিরোপা জেতেন।

বর্তমানে দেশটিতে এখন পর্যন্ত কভিড-১৯ এ ৫৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা ১ হাজার ১৮৪ জন বলে জানিয়েছে আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমআইআর/ এডিবি