NAVIGATION MENU

এবার ছোটপর্দায় সুবাহ্


সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ্। রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। এরপর কাজ করেছেন আরো দুটি সিনেমাতে।

আর এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন নাটকে। নাটকের নাম ‘ওল্ড ইজ গোল্ড’। নাটকটি পরিচালনা করেছেন “ইন্দুবালা” সিনেমার পরিচালক জয় সরকার। আর নাটকে সুবাহ্’র বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

নাটকে কাজ করা প্রসঙ্গে সুবাহ বলেন, ‘প্রথমবার নাটকে অভিনয় করতে যাচ্ছি এটা ভাবতেই খুব ভালো লাগছে। আমি নিয়মিত নাটকে কাজের প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু অপেক্ষায় ছিলাম সিনেমার। করোনার জন্য সিনেমার কাজ পিছিয়ে গেলো। তাছাড়া জাহিদ হাসান ভাইয়ের বিপরীতে কাজের প্রস্তাব পেয়ে আর না করতে পারলাম না। রাজি হয়ে গেলাম। ছোটবেলা থেকেই জাহিদ হাসান আমার খুব পছন্দের একজন অভিনেতা। সেই প্রিয় একজন অভিনেতার সাথে অভিনয় করবো ভেবে আরো ভালো লাগছে।’

জানা গেছে, নাটকটির শুটিং আগামী মাসে হবে। চলতি বছরের শেষে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হতে পারে।

এদিকে সুবাহ জানালেন এখন থেকে ভালো চিত্রনাট্য পেলে তিনি নিয়মিত নাটকে কাজ করবেন। ওয়েব সিরিজে কাজ করতেও তার আপত্তি নেই। শীঘ্রই বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর কাজও করতে যাচ্ছেন তিনি।

ওআ/