ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু


কক্সবাজারের মুক্তিযোদ্ধাদের জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ও ইউনাইটেড ন্যাশনস সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ডের (ইউএনসিইআরএফ) সহযোগিতায় এই সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) এই স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক বলেন, “এই ক্লিনিকটি প্রবীণ মুক্তিযোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা সহায়তা দেবে। বিভিন্ন উদ্যোগে আইওএম কক্সবাজারে জেলা প্রশাসনকে সহায়তা করে আসছে। তবে এই উদ্যোগটি বিশেষভাবে প্রশংসনীয় কারণ এটি আমাদের জাতীয় বীরদের সবচেয়ে প্রয়োজনীয় চাহিদাটির জন্য সুব্যবস্থা করবে।“

এখনো বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা প্রায়ই বার্ধক্যজনিত রোগ এবং জটিলতায় ভুগছেন। তাই তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যসেবার সুবিধার দরকার।

কক্সবাজার জেলা প্রশাসনের হিসেব মতে, কক্সবাজারে ৩৬৫ মুক্তিযোদ্ধা যাদের অধিকাংশেরই বয়স ৬৫ বছরর বেশি।

স্বাস্থ্যসেবা কেন্দ্রটি শহরের মোটেল রোডে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের নিচতলায় স্থাপন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির জন্য এই জায়গা বরাদ্দ দিয়েছে।

সিবি/এডিবি