ন্যাভিগেশন মেনু

পাবনায় মাঝারী শৈত্যপ্রবাহ, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ


পাবনায় মাঝারী শৈত্যপ্রবাহে অসহনীয় শীতের কবলে চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ। ব্যাহত হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের দৈনন্দিন কাজ। বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। উত্তরের হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শনিবার পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এবারের শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে প্রচণ্ড শীতে সবচেয়ে বিপাকে পড়েছে সহায়-সম্বলহীন হতদরিদ্র মানুষগুলো। কাজ পাচ্ছেন না শ্রমজীবী মানুষ। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষেরা।

অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এছাড়া শীতের কারণে ঠান্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব রোগে আক্রান্ত বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।

পাবনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম জানান, এখন পর্যন্ত জেলার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩৮ হাজার ২০০ পিস কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এছাড়াও সরকারিভাবে শীতবস্ত্র কেনার জন্য প্রতি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। 

সিবি/এডিবি