ন্যাভিগেশন মেনু

এবার নোবেলের বিরুদ্ধে থানায় জিডি


সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ভারতের জি-বাংলা মিউজিক শো থেকে সেলিব্রিটি হয়ে পরিচিতি লাভ করেন। উঠে আসেন লাইম লাইটে। তবে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই শিল্পীকে ঘিরে আলোচনা-সমালোচনা থামছেই না।

কিছুতেই নোবেলের বিতর্ক পিছু ছাড়ছে না। এবার তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গীতিকার ও সুরকার ইথুন বাবু। সাধারণ ডায়েরি প্রসঙ্গে ইথুন বাবু বলেন, আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এটা কিভাবে মেনে নেব? মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি।

কয়েকদিন আগে নোবেল তার ভেরিফায়েড পেইজ থেকে ইথুন বাবুকে কটাক্ষ করে পোস্ট দেন। যা নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। তিনি ছাড়াও আরও কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য তুলে ধরেছেন নোবেল।

ইথুন বাবু এ অভিযোগে রবিবার রাত ১০টার দিকে ঢাকার হাতিরঝিল থানায় জিডি করেন। ইথুন বাবু বলেন, ভক্ত-শ্রোতাদের কাছে আমার সম্মান নষ্ট করেছে নোবেল। শুধু আমাকে নিয়ে নয়, সে জেমস ভাইকেও তাচ্ছিল্য করেছে। এটি মেনে নেওয়া যায় না। আপাতত জিডি করলাম। মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছি।

এর আগে এক প্রতিবেদককে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকির অভিযোগে নোবেলের বিরুদ্ধে জিডি করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ।

জি-বাংলা অনুষ্ঠানে নাম কুড়ানোর পর নোবেলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছিল দুই বাংলার সংগীতাঙ্গনে। সে জায়গায় চিড় ধরেছে। তবে এমনটা হবে তা বোধ হয় আঁচ করতে পারেননি নোবেল। বিতর্ক তার ছায়াসঙ্গী। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনো তার ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বিতর্ক তার পিছু ছাড়েনি।

এস এস