ন্যাভিগেশন মেনু

এবার বেড়েছে পেঁয়াজের বীজের দাম


ব্রাহ্মণবাড়িয়া থেকে সংবাদদাতাঃ পেঁয়াজের বাজার অস্থিতিশীল থাকায় প্রভাব পড়েছে নতুন বীজের দামেও। ব্রাহ্মণবাড়িয়ার বাজারে দু'সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ বীজের দাম ৮'শ টাকা বেড়েছে কেজি প্রতি। বাড়তি লাভের আশায় এবার কৃষকরা পেঁয়াজ চাষে বেশি আগ্রহী হলেও বীজের চড়ামূল্যের কারণে তাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

ব্রাহ্মণবাড়িয়া সদরের সিন্দুউড়া গ্রামের কৃষক রফিক মিয়ার ইচ্ছা ছিলো অন্যবারের চেয়ে এবার পেঁয়াজ চাষ বাড়িয়ে করার। তবে বীজের দাম বেশী হওয়ায় সে ইচ্ছা পূরণ হয়নি। গত বছর একশতক জায়গায় পেঁয়াজের আবাদ করলেও এবার আবাদ করেছেন মাত্র আধা শতক জায়গায়।

রফিক মিয়ার মতোই পেঁয়াজ  চাষের আগ্রহ হারাচ্ছে সিন্দুউড়া ও বিরামপুর এলাকার অনেক কৃষকের। এই এলাকার কৃষকরা সাধারণত পেঁয়াজের কন্ধ লাগিয়ে পেঁয়াজ ফলান। গত বছর এক কেজি কন্ধের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা আর এখন তা বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।

অন্যদিকে, দু'সপ্তাহ আগে যে পেঁয়াজ বীজ বিক্রি হয়েছে ৭ থেকে ৮'শ টাকায় এখন সেই পেঁয়াজ বীজের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার টাকা। তবে পেঁয়াজ বীজের দাম বাড়তি হলেও, উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি কর্তাকর্তা কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৬০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ওআ 

আজকের বাংলাদেশপোস্টের ব্যবসা বানিজ্য সংবাদ পেতে এখানে ক্লিক করুন।