ন্যাভিগেশন মেনু

এবার মোংলা বন্দরে করোনা সন্দেহে ৩ নাবিক


যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। এবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মোংলা সমুদ্র বন্দরে ফিলিপাইনের তিন নাবিককে পর্যবেক্ষণে রেখেছেন পোর্ট হেলথ-এর চিকিৎসকরা।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আসে। জাহাজের ওই তিন ক্রু ফিলিপাইনের নাগরিক। ওই জাহাজে ২০ জন বিদেশি নাবিক রয়েছেন।

হারবার মাস্টার বলেন, ‘গত বুধবার (৪ মার্চ) ইন্দোনেশিয়া থেকে ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে জাহাজটি।

জাহাজে তিন নাবিকের গায়ে জ্বর থাকায় আইএডিসিআর-এর পরামর্শে তাঁদের আলাদা তিনটি কক্ষে রাখা হয়েছে।

পোর্ট কর্তৃপক্ষ জানায়, তিন নাবিকের গায়ে বেশি তাপামাত্রা থাকায় তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাহাজে থাকা বাংলাদেশিসহ বাকিদের আপাতত বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ওআ/এডিবি


আজকের বাংলাদেশ পোস্টে আর পড়ুন: