ন্যাভিগেশন মেনু

এবার ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ করলো বিএসটিআই


বাংলাদেশে উৎপাদিত ৪৩ ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাংলাদেশ মান (বিডিএস) থেকে নিম্নমান পাওয়ায় বাজারজাতকরনে নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

খোলাবাজারে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা ও পণ্য ক্রয়ের মাধ্যমে বিএসটিআই-এর ল্যাবরেটরিতে পরীক্ষা করে এসকল পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ মে) বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রিত মালামাল প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষিত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি পরবর্তীতে উক্ত পণ্যসমূহের মানোন্নয়ন করে পুণঃঅনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এর আগে বিএসটিআই আরও ১৭টি পণ্য নিম্নমানের পাওয়ায় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করে।

এডিবি/