ন্যাভিগেশন মেনু

এশিয়া কাপ শ্রীলংকায়, অনুষ্ঠিত হবে আগস্ট-সেপ্টেম্বরে


এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ১৫তম আসরের সূচি চূড়ান্ত করেছে। এবারের আসরটি শ্রীলংকায় আয়োজিত হবে বলে এসিসি’র বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে।

২০২১ সালে টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে টি-২০ ফরমেটে এশিয়া কাপ আয়োজনের চেষ্টা করেও আইপিএলের কারণে স্থগিত রাখতে হয়েছে এশিয়া কাপ।

এ বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপ আয়োজনের ঘোষণা আগেই দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এশিয়া কাপের ফরমেট, ভেন্যু এবং সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর  অনুষ্ঠিত হবে ৬ দেশের অংশগ্রহনে এশিয়া কাপ।

এবারের এশিয়া কাপে অংশ নেবে ছয়টি দল। এশিয়ার ৫টি টেস্ট প্লেয়িং দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান,শ্রীলংকা, আফগানিস্তানের সঙ্গে কোয়ালিফাইং রাউন্ড থেকে একটি দেশ ৬ষ্ঠ দল হিসেবে চূড়ান্ত পর্বে খেলবে। কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট থেকে।  সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকংয়ের মধ্যে একটি দল উন্নীত হবে চূড়ান্ত পর্বে।   

এসিসির এজিএম-এ বিসিআই সেক্রেটারি জয় শাহকে ২০২৪ সাল পর্যন্ত এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। মেয়াদ পার হওয়ার পর এক বছর এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। ওমান ক্রিকেট বোর্ডের পঙ্কহ খিমজি ভাইস প্রেসিডেন্ট এবং মালয়েশিয়া ক্রিকেট এসোসিয়েশনের মাহিন্দা ভাল্লিপূরাম এসিসির ডেভেলপম্যান্ট চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন।